মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা, প্রতিনিধি।
চকরিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পালাকাটা উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন।
কক্সবাজারের চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান-২০২৪ নানান আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহউদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আকবর আহমদের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
এতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী আহমদ। এসময় সহকারী প্রধান শিক্ষক মীরদাদ হোসেন, পালাকাটা কুসুমকলি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সদ্য প্রয়াত কুসুমকলি শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক আমির হোসাইনের স্মরণে অতিথি-শিক্ষকসহ সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা কর্মসূচি পালন করা হয়।