মোঃ আরফাতুল ইসলাম(সানি) কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় অর্থ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়ে দুর্জয় চৌধুরী (২৭) নামের এক যুবক। তিনি চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ার কমল চৌধুরীর ছেলে এবং চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে চকরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানম চেক জালিয়াতির অভিযোগে তাঁকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ১টা ২২ মিনিট পর্যন্ত দুর্জয় চৌধুরী স্বাভাবিক ছিলেন। এরপর তিনি সিসিটিভি ক্যামেরা নেই এমন একটি কক্ষে গিয়ে নিজের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুর্জয় একজন শ্বাসকষ্টের রোগী হওয়ায় রাতে তাঁকে ওষুধও খাওয়ানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, রাত দেড়টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন। ভোর ৪টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এসময় দুর্জয় চৌধুরী পিতা কমল চৌধুরী থেকে জানতে চাইলে তিনি বলেন আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে আমার ছেলে নিজে আত্মহত্যা করেনি আমি চকরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবিয়া খানম এর ফাঁসি চাই।
এই বিষয় নিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন থেকে জানতে চাইলে শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের তিনি জানান, মৃত্যুর কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে লাশের সুরতহাল তদন্ত করা হচ্ছে