আবু তালহা রাফী হাটহাজারী উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের, উপ উপচার্য ড. বেনু কুমার দে ও ড. মো: সিকান্দার চৌধুরী এবং প্রক্টর ওয়াহিদুজ্জামান সহ সকল প্রক্টোরিয়াল বডি এবং সকল হলের প্রভোস্ট ভিন্ন ভিন্ন সময়ে পদত্যাগ করেছে।
আন্দোলনের সময় আন্দোলনকারীদের নানাভাবে হয়রানি করা, আন্দোলনকে দমানোর জন্য শিক্ষার্থীদেরকে দ্রুত হল ত্যাগ করার নির্দেশ দেওয়া, ক্যাম্পাস ছাড়ার পূর্বে ১নং গেটে ছাত্রলীগ কর্তৃক আক্রমণের শিকার হলে নিশ্চুপ ভূমিকা পালন করা, অন্যদিকে ছাত্রলীগকে হলে থাকার সুযোগ করে দেওয়া ইত্যাদির কারণে শিক্ষার্থীদের মাঝে অনাস্থা তৈরি হয় এই প্রশাসনের উপর।
প্রশাসনের এহেন কর্মকান্ডের জন্য প্রশাসনের পদত্যাগের দাবি নিয়ে গত ৮ তারিখ বৃহস্পতিবার থেকে প্রশাসন বিরোধী আন্দোলন শুরু হয়। এসময় প্রশাসনের নিকট হতে পদত্যাগের ব্যাপারে কোন প্রতিক্রিয়া না লক্ষ্য করা যায় না যার বদৌলতে পরেরদিন শুক্রবার ভিসির বাসভবন, প্রক্টরের অফিস এবং প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এমতাবস্থায় শুক্রবার রাতের মধ্যেই পদত্যাগ করেন প্রক্টর এবং বিভিন্ন হলের প্রভোস্ট কিন্তু পদত্যাগের ব্যাপারে যোগাযোগ করা যায় নি উপাচার্য এবং উপ-উপাচার্যের কারো সাথে।
উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু পদত্যাগ করেন নি তিনি। যার ফলে শনিবারে উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেন চবির সমন্বয়কবৃন্দ।আন্দোলন আরো তীব্রতর হওয়ায় আজ সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের তার অব্যাহতির ঘোষণা দেন। একই দিনে আনুমানিক দুপুর ২টার দিকে অধ্যাপক ড. বেনু কুমার দে এবং বিকেলের দিকে অধ্যাপক ড. মো: সিকান্দার পদত্যাগ করেন।
উপাচার্য, উপ-উপাচার্য সহ প্রশাসনের সকল বডি পদত্যাগ করার পর আন্দোলন সমাপ্তি ঘোষণা করেন চবির সমন্বয়করা।