ঢাকাTuesday , 10 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • চবির দুই শহিদের নামে হল ও ফ্যাকাল্টির নামকরণ করলো চবির শিক্ষার্থীরা।

    দেশ চ্যানেল
    September 10, 2024 3:46 pm
    Link Copied!

    আবু তালহা রাফি, হাটহাজারী উপজেলা প্রতিনিধি

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে হৃদয় চন্দ্র তরুয়া গত ২৩শে জুলাই ঢাকাতে এবং মো: ফরহাদ হোসেন ৪ই আগষ্ট মাগুরাতে ইন্তেকাল করেন।

    হৃদয় চন্দ্র তরুয়া (২০-২১ সেশন) ও মো:ফরহাদ হোসেন (২১-২২ সেশন), তারা দুজনই ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

    শহিদদের স্মৃতি রক্ষার্থে ইতিহাস বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (১০ই আগষ্ট) সকাল ১০টার দিকে কলা ভবনে একত্রিত হোন, এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ওবায়েদুল্লাহ মোহাম্মদ আলী।

    প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনকে শহিদ মো: ফরহাদ হোসেন ভবন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে শহিদ হৃদয় চন্দ্র তরুয়া হল নামকরণ করেন তারা।

    এসময় শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আন্দোলন করতে গিয়ে ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী তরুয়া ও ফরহাদ শাহাদাতবরণ করেছে। তাদের স্মৃতি রক্ষার্থে দুইটি স্থাপনায় নামকরণ করা হলো। যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার না হয়ে উঠে।

    ইতিহাদ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, আমি চাই ২৪ এর এই আন্দোলনে আমার ডিপার্টমেন্টের যে দুইজন ছোট ভাই শহীদ হয়েছে, চবি যেন তাদের নাম আজীবন মনে রাখে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা নবনির্মিত কলাভবনকে শহীদ মো: ফরহাদ হোসেন ভবন এবং বঙ্গবন্ধু হলকে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া হল নামকরণ করি। এখন এই নামকরন স্থায়ীকরণের ব্যাপারে প্রশাসন যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রুহণ করে।

    এছাড়া শহীদ দুই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে এবং তাদের নামে স্মৃতি স্তম্ভ স্থাপন করতে হবে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির অন্যতম সমন্বয়ক ওবায়দুল্লাহ মোহাম্মদ আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে অফিশিয়ালি এই দাবিগুলো প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। ইতিহাস বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আজকে ভবনের নামকরণ করে আমাদের কাজে সহযোগিতা ও সহজ করে দিয়েছে।

     

    ইতিপূর্বে গত ৮ই সেপ্টেম্বরে অনুষ্ঠিত শিক্ষার্থীদের সাথে সমন্বয়কদের মতবিনিময় সভায় চবির সমন্বয়ক মাহফুজ বলেছিলেন, নতুন প্রশাসন আসলে আমরা আমাদের শহিদ ভাইদের নামানুসারে কয়েকটি স্থাপনার নামকরণের জন্য বলবো, চবির রেজিস্ট্রারের কাছে ইতিমধ্যে আমরা আমাদের দাবির বিষয়ে জানিয়ে রেখেছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST