আবু তালহা, চবি
জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দলীয়করণ এবং সরকার পক্ষের লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্র আন্দোলনের ধরুণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা মারাত্নকভাবে ব্যহত হয়েছে। অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, প্রশাসনের নির্লিপ্ততা, ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য সাধারণ শিক্ষার পরিবেশকে নষ্ট করেছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানোর লক্ষ্যে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৬ই সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের নিকট ১১ দফা দাবি পেশ করেছে চবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ।
পেশকৃত দাবি সমূহ;
১। জুলাই বিপ্লবের নিহত শহিদ পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং কর্মক্ষমদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে।
২। জুলাই বিপ্লবে শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকদের উপর চালানো নৃশংস হামলায় জড়িতদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব তৈরির লক্ষ্যে দ্রুত ছাত্র সংসদ চালু করতে হবে।
৪। আবাসন সংকট নিরসনের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে হলগুলো সংস্কার পূর্বক ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে সীট বরাদ্দ করতে হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত লাইট ও সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত করা, সকল বিভাগকে সেশনজট মুক্ত করা, গবেষণায় বাজেট বৃদ্ধি করা, শাটলে সিডিউল ও বগি বৃদ্ধি করা, অবৈধ নিয়োগ বাতিল করা এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার বিষয়েও দাবিতে বলে হয়েছে।