পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে মানহানি করার প্রতিবাদে কালাইয়া হাট ইজারাদারের নিয়জিত গরুর হাটের ক্যাশিয়ার মঞ্জুরুল আলম এমদাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ মে) বেলা ১১টায় উপজেলার বগি বাজারে এর আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মো: মনির হোসেন। ওই সময় তিনি বলেন, মো: আফজাল হোসেন তাছলিমা বেগমের চাঁদাবাজির মামলার জের ধরে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে এবং জোর করে আমাদের তরমুজ ক্ষেত দখল করে তরমুজ চাষাবাদ করেন মঞ্জুরুল আলম ইমদাদ। তাদের বিরুদ্ধে পিছনের একটি চাঁদাবাজির মামলা রয়েছে। সেটি উঠানোর জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করেন। কথা না শোনায় আমাদের কে বিভিন্ন ভাবে হয়রানি করে এবং প্রান নাশের হুমকি দেয়। কিছুদিন আগে আমাকে মহিষ চুরির অপবাদ দিয়ে আমাকে মানহানি করেন যা সামাজিক ভাবে হেয় করা হয়। হাট ইজারাদারের ক্যাশিয়ার মঞ্জুরুল আলম এমদাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই হাটের মহিষ ক্রয়ের স্লিপটি দেখিয়াছেন তাতে আমাদের কোন নাম নেই। অথচ এমদাদ আমাকে দোষী সাব্যস্ত করেন। যাতে আমার মানহানি করা হয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে এ-র বিচার চাই। আমার ভাই দেলয়ার কে বিনা অপরাধে এমদাদ বাড়ি থেকে পুলিশ দিয়ে মহিষের সাথে ছবি তুলে ধরিয়ে দেয়। আমি এর তিব্র নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, আফজাল হাওলাদার, সাদ্দাম পাটোয়ারী, জাকির হাওলাদার, জিহাদ প্যাদা, মো. হামিদুল ও তাসলিমা বেগম।