কোম্পানীগঞ্জ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ¦ ফখরুল ইসলাম বলেছেন, দেশ এখন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। শোষক গোষ্ঠি ও মজলুম জনগোষ্ঠী। আমরা মজলুমের পক্ষে আছি এবং থাকবো। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি, দখলবাজি, মানুষের পুকুরের মাছ লুট, জমি দখল, টেন্ডারবাজি ও সন্ত্রাস করবে তাদের ঘৃণাভরে প্রতিহত করার আহ্বান জানিয়ে জনগণকে এসব দুষ্কৃতিকারীদের প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধ থাকার শপথ নিচ্ছি আমরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বসুরহাট বাজারে ঈদ উল ফিতর পরবর্তী বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে সাক্ষাত পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দলের চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাজনিত কারনে এবারের ঈদে দেশে থাকতে পারেননি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা ও স্বৈরাচার সরকারের দেয়া মিথ্যা মামলার কারনে এখনো বিদেশে অবস্থান করছেন। যতদিন পর্যন্ত আমরা আমাদের নেতাকে দেশের লক্ষ কোটি মানুষের মাঝে ফিরিয়ে না আনতে পারবো আমরা সংগ্রাম করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,জসিম মেম্বার, বিএনপি নেতা রহমত উল্যাহ রাজু, বসুরহাট পৌরসভা বিএনপি সদস্য জসিম উদ্দিন আলমগীর, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, চরফকিরা ইউনিয়ন যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।