ঢাকাMonday , 18 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছে।

    দেশ চ্যানেল
    September 18, 2023 9:57 am
    Link Copied!

    মোখলেসুর রহমান মনির
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছে। নাচোল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ লাইলী ইয়াসমিন। ২০০১ সালের যোগদানের পর থেকে ৬৫ ভাগ ফলাফল থেকে ক্রমবর্ধমান হার শতভাগ ফলাফল ধরে রেখেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

    জানা গেছে প্রতিবছরের ন্যায় চলতি বছরেও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষ্যে নাচোলে ৮৮ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হতে নাচোল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শ্রেষ্ঠ ঘোষণা করেন নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ। এরপর শুরু হয় চলতি মাসে ১৪ই সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন। ওই নির্বাচন ফলাফল দেওয়া হয় ঐ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল ও শিক্ষার পরিবেশ সহ সার্বিক যোগ্যতার মানদন্ডে। নাচোল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ লাভলী ইয়াসমিন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ( মহিলা) নিবার্চিত হন।

    এই খবর ছড়িয়ে পড়লে নাচোল উপজেলার শিক্ষা পরিবার আনন্দিত হয়েছেন। ইতিপূর্বে শিক্ষা পদক ২০২২ ও ২০২৩ এ উপজেলা পর্যায়ে শিক্ষাথীরা ২৭ টি পুরস্কার, জেলা পর্যায়ে ৭টি পুরস্কার অজর্ন করেছে। এবং সর্বোচ্চ বৃত্তি পরিক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ও সর্বোচ্চ বৃত্তি পেয়েছে। উপজেলা বিভিন্ন কারিকুলামে অংশগ্রহণ করে শিক্ষাথীরা শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে।

    জেলার শ্রেষ্ঠত্বের অধিকারী গুনি এই শিক্ষিকা বলেন আমার এই অর্জন আমি পুরো নাচোল শিক্ষা পরিবারকে উৎসর্গ করছি। সকলের সহযোগিতা ও পরামর্শে আগামীতেও ভাল কিছু করতে চাই।

    নাচোল শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আবু আব্দুল বাসির জানান প্রধান শিক্ষিকা হিসেবে লাভলী ইয়াসমিন একজন অত্যন্ত দায়িত্বশীল ও শিশু বান্ধব শিক্ষিকা। শিক্ষার্থীদের নিজের সন্তানের ন্যায় সমীহ করেত দেখে অনেক অভিভাবক তার প্রশাংসায় পঞ্চমুখ। আমরা প্রাথমিক শিক্ষা পরিবার এই ফলাফলে অত্যন্ত খুশি হয়েছি।

    এই নিয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহামিনা সারমিন জানান মান সম্মত শিক্ষা প্রদান অব্যাহত রেখে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে এবং উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আহবান জানাবো শিক্ষার্থীদের নিজের সন্তানের ন্যায় যত্ন সহকারে তাদের শিক্ষা প্রদানে করলে তারা তাদের সেরাটা সমাজকে উপহার দিতে পারবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST