মোঃ মোখলেছুর রহমান মনির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় কয়লা দিয়াড় নামক গ্রামে চলমান ৫টি ইঁট ভাটার বিষাক্ত ধোঁয়া থেকে মুক্তির জন্য গ্রামবাসি রাস্তা অবরোধ করেন।
পরবর্তীতে স্মাট ইট ভাঁটা , সনি-২ ইট ভাঁটা , সনি-বি ইট ভাঁটা কে তাদের বৈধ কোন কাগজপত্র না থাকায় সহকারী কমিশনার (ভূমি) শিবগঞ্জ মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং তিনটি ইট ভাঁটা ভেঙ্গে ফেলেন। বাকি ২টি সাথী ইট ভাঁটা কে সাত দিনের কাগজ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও সেভেন স্টার এর রেজিষ্ট্রেশন নম্বারে গ্রামের নাম ভুল থাকায় বা সমাজ সেবার ছাড়পত্র না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
গ্রামবাসির রাস্তা অবরোধ শুরু করেন সকাল ১০ ঘটিকায় পরবর্তীতে তিনটি ইট ভাঁটা ভাঙ্গা হলেও দুইটি কেন রাখা হল তা সঠিক তথ্যের জন্য সহকারী কমিশনার (ভূমি) শিবগঞ্জ এর গাড়ী, ২টি পুলিশের গাড়ী,একটি মাটি কাটা ডেজার মেশিন সহ ট্রাক আটকে রাখেন। সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি), অফিসার ইনচার্জ, শিবগঞ্জ ও আর্মির লেফটেন্যন্ট কর্নেল এর সাথে গ্রামবাসির আলোচনার মাধ্যমে অবরোধ কর্মসূচি সন্ধ্যা ৭টায় প্রত্যাখ্যান করেন।