সুলাইমান পোদ্দার তজুমদ্দিন
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৪ নং চাচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমুদ্রগামী জেলেদের মাঝে জনপ্রতি ১৪.৯৮০ কেজি করে চাল বিতরণ কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিগত সময়ে চাল বিতরণ নিয়ে আইনশৃঙ্খলা অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় বাংলাদেশ নৌবাহিনী তজুমদ্দিন কন্টিনজেন্টের পক্ষ থেকে লেফটেন্যান্ট আবিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো কার্যক্রমে তজুমদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন চাচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তজুমদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব মো. শিরান, বন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
জেলেদের অনেকেই জানান, এত সুশৃঙ্খলভাবে চাল বিতরণের চিত্র আগে কখনো দেখেননি। নৌবাহিনীর উপস্থিতি ও পরিচালনার কারণে কোনো বিশৃঙ্খলা ছাড়াই তারা সহায়তা গ্রহণ করতে পেরেছেন। তারা দাবি করেন, ভবিষ্যতে যেন এভাবেই মানবিক সহায়তা বিতরণ করা হয়, এটি একটি ভালো উদাহরণ হয়ে থাকবে।
চাল বিতরণকে ঘিরে পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।