ঢাকাSunday , 3 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

চাঞ্চল্যকর সাধন হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড-২,যাবজ্জীবন-১

দেশ চ্যানেল
March 3, 2024 4:45 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার সাধন হত্যা মামলায় ২জনের মৃত্যুদণ্ড ও ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২জনকে ১ লাখ টাকা করে জরিমানা,অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়ে।এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রবিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো-সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও এলাকার আব্দুর রহমানের ছেলে শামীম(৪৬) ও আঃ মান্নানের ছেলে আল আমিন(৩৫)।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- একই এলাকার জজ মিয়ার ছেলে রাসেল(৩৪)।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিল।কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান- ২০১৪ সালের ১৭ই জুন সোনারগাঁ থানার মামলায় রায়ে ২জনের মৃত্যুদণ্ড ও ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিল।মামলার বরাত দিয়ে তিনি আরো জানান-সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৬ই জুন রাতে ভুরভুরিয়া এলাকায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।যা সোনারগাঁসহ নারায়ণগঞ্জজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।সেই সঙ্গে এই ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুননেছা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।আসাদুজ্জামান জানান-এ মামলায় নিহত সাধনের ২ বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে চারজনের নাম উঠে আসে।অন্যরা হলেন-রাসেল ও মোহাম্মদ আলী।পরে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেন। বর্তমানে এ মামলায় ৩ জন আসামি ছিলেন। এ মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST