মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় আহ্বানে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যয় মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, মানিকগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (২২শে মে) সকাল ১০টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধিসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কতৃক নির্ধারণ করার দাবি জানান।