ঢাকাTuesday , 29 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • চার স্তরের নিরাপত্তায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা।

    দেশ চ্যানেল
    October 29, 2024 9:03 am
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

    দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী আড়াইশ’ বছরের পুরনো কুন্ডুবাড়ি মেলা প্রতিবছরের ন্যায় আগামীকাল(৩০অক্টোবর) বুধবার থেকে শুরু,চলবে ১ নবেম্বর শুক্রবার পর্যন্ত। এবার চার স্তরের নিরাপত্তায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এ মেলা।

    মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলার সিমান্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ডে সংলগ্ন কুন্ডু পরিবার কতৃক কালিপূজা ও দীপাবলী উপলক্ষে আয়োজিত এ মেলাকে ঘিরে শুরু হয়েছিল নানা জল্পনা। মেলাস্থানে অশ্লীলতা, চাঁদাবাজি, মাদকসহ ৯টি অভিযোগ তুলে স্থানীয় জনগণ মেলা বন্ধের দাবি জানালে পুরো এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়লে বিষয়টি আরও তীব্র আকার ধারণ করে।

    মেলার ভবিষ্যৎ নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সভা আয়োজন করা হয়, যেখানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসব আলোচনার পর সবার সম্মতিতে পুজা উদযাপন কমিটির আবেদনের ভিত্তিতে তিন দিনের মেলার অনুমোদন দেওয়া হয়। মেলায় ইজারা বাতিল করে ঘটনাস্থলে সেনাবাহিনীর ক্যাম্প বসানো হবে, এবং সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করবে।

    ১৭৮৩ সালে দীননাথ কুন্ডু ও মহেশ কুন্ডু দীপাবলী ও কালিপূজা উপলক্ষে এই মেলার সূচনা করেন। কালের বিবর্তনে এটি কেবল কুন্ডুবাড়ি নয়, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। কাঠের আসবাবপত্রের জন্য বিশেষভাবে বিখ্যাত এই মেলায় মাদারীপুর, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন।

    স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে মেলা উপলক্ষে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কাঠ ব্যবসায়ী লঘুনাথ দে বলেন, “আমরা গত ৫৫ বছর ধরে আসবাবপত্র বিক্রি করতে এই মেলায় আসছি। এবার প্রথমে শুনেছিলাম মেলা হবে না, কিন্তু অনুমতি পাওয়ায় আমরা খুব খুশি।

    উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ জানান, প্রশাসনের কঠোর নজরদারিতে এবং সবার সম্মিলিত চেষ্টায় কুন্ডুবাড়ি মেলা সফলভাবে অনুষ্ঠিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST