মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার একটি গ্যারেজ থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।দুর্বৃত্তরা চালককে হত্যা করে দুটি ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা যায়।মঙ্গলবার ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহতের নাম হারেজ মিয়া(৪৫) সে নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামের মৃত গফুর মিয়ার সন্তান।গ্যারেজ মিস্ত্রি খোরশেদ জানায়-সকাল প্রায় ৭টার দিকে গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে রয়েছেন।তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাক দেই।ডাকের কোনো উত্তর না পেয়ে শরীর থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত মরদেহ।এই ধরনের অবস্থা দেখে দ্রুত গ্যারেজের মাহজনকে জানাই।মাহজন এসে দেখেন চারটি গাড়ির মধ্যে দুটি গাড়ি নেই।দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে।ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান-খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।