হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জে চুনারুঘাট সাতছড়ি সীমান্ত এলাকা থেকে ১২০ কেজি ভারতীয় গাজাঁ ও ৭ বোতল মদ জব্দ করছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাতছড়ি বিওপি’র একটি টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি নারাক্ষেত নামক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
তবে অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য চার লক্ষ তেরো হাজার টাকা।