ঢাকাSunday , 15 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে শিক্ষার্থীদের নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা।

দেশ চ্যানেল
December 15, 2024 3:48 pm
Link Copied!

জেলা প্রতিনিধি (হবিগঞ্জ) :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আর্থপিডিয়া গ্লোবালের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুল হলরুমে সুজিত চন্দ্র দেব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। আর্থপিডিয়া গ্লোবালের কো-অর্ডিনেটর মো: খালিদ হাসানের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন  আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমেদ সিলভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোস্তাফিজুর পাপন, জামাল আহমেদ, সমকাল প্রতিনিধি নুর উদ্দিন সুমন সহ স্কুলের শতাধিক শিক্ষার্থীবৃন্দ। বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, সকল প্রকার শারীরিক, যৌন ও মানসিক নির্যাতন বন্ধে ও সহিংসতামুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আর্থপিডিয়া গ্লোবালের আয়োজনে সম্প্রতি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, চা-শ্রমিক শিক্ষার্থীদের নিয়ে নারীর আত্মরক্ষার কৌশল, গুড টাচ, বেড টাচসহ নারী উন্নয়ন, শান্তি অর্জনের পাশাপাশি নারীর মানবাধিকার বাস্তবায়নে কাজ করছে । তারা মূলত  ১৬ ডেইজ অব এক্টিভিজমের মাধ্যমে নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা বিষয়ে আলোচনা সভা এবং সামাজিক সচেতনতা মুলক কেম্পেইন করে। যাতে করে নারীর ও শিশুর প্রতি নির্যাতন এবং সহিংসতার শিকার যেন না হয়। এরই অংশ হিসেবে বালিকা উচ্চ বিদ্যালয়ে আর্থপিডিয়া গ্লোবাল কর্তৃক  শিক্ষার্থীরা বাল্যবিবাহ, ইভটিজিং,  লিঙ্গ বৈষম্য, গৃহস্থালি নির্যাতন, যৌন হয়রানি, শিক্ষার অভাব, দারিদ্র্য, কর্মক্ষেত্রে বৈষম্য, সামাজিক নিরাপত্তার অভাব সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং পোস্টার প্রেজেন্টেশন করা হয় । পরে এর মধ্যে বাচাইকৃত শেষ্ঠত্বদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST