হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্থানীয় চাষীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়, যেখানে ৩০ জন চাষী অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষের সভাপতিত্বে এবং দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণে তুলা উৎপাদন বৃদ্ধির কৌশল, রোগবালাই দমন, কম্পোস্ট সারের ভূমিকা, বীজ বপনের সঠিক সময়, আগাছা দমন ও চারা পাতলা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে চাষীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তুলা চাষের উন্নতি আশা করা হচ্ছে।