হাফিজুর রহমান কাজল চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে দুই সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।
সোমবার বিকাল ৪ টায় সেনাবাহিনীর সহায়তায় চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে টিম সরোজগঞ্জ বাজারে এক অভিযান চালায়।এসময় মেসার্স সামছুল আলম নামক সার ডিলার প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও যথাযথভাবে সার বিক্রি না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস ট্রেডার্সে তদারকিতে অতিরিক্ত মূল্যে বিভিন্ন বীজ বিক্রি, বীজ ক্রয়ের ভাউচার ও আমদানির কাগজপত্র সংরক্ষণ ব্যতীত বীজ বাজারজাত ও বিপণনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি টিম।