চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটরবৃন্দ তাদের ন্যায্য দাবি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
নীতিমালায় ল্যাব অপারেটর নিয়োগের জন্য ডিপ্লোমা ইন কম্পিউটার শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হলেও বেতন কাঠামোতে তাদের ১৬তম গ্রেডে স্থান দেওয়া হয়েছে। যা প্রকৃতপক্ষে চরম বৈষম্যমূলক বলে অভিযোগ করেন ল্যাব অপারেটররা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ল্যাব অপারেটর ফোরামের চুয়াডাঙ্গা জেলা সভাপতি জনাব মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাফিজ ইসলামসহ জেলার সকল ল্যাব অপারেটরবৃন্দ।
ল্যাব অপারেটররা বলেন, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ল্যাব পরিচালনার গুরুদায়িত্ব তাদের উপর ন্যস্ত থাকলেও, যোগ্যতা অনুযায়ী মর্যাদা ও বেতন না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাই অবিলম্বে তাদের গ্রেড উন্নয়নসহ বৈষম্য নিরসনের দাবি জানান।