চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়েছেন। এ সময় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক শনিবার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ড্রিংকস বিষয়ে তদারকি করা হয়। এ সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার অপরাধে রত্না সুপার ড্রিংকসের স্বত্বাধিকারী মো. ইস্রাফিল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণ করে মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এসময় ৪৩২০ পিস ভেজাল ড্রিংকস ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি মো, রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।