ঢাকাTuesday , 10 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ।

দেশ চ্যানেল
December 10, 2024 3:29 pm
Link Copied!

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (চুয়াডাঙ্গা ৬ বিজিবি) অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুর ১ টার সময় পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। প্রাপ্ত এ তথ্যের ভিত্তিতে বাড়াদী বিওপির কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় জওয়ানদের নিয়ে সীমান্তের শূন্যরেখা হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয়।

সকাল পৌনে ১০ টার সময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতরে থাকা ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST