মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধ।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ময়দানদিঘী বাজার ও পাঁচপীর বাজার হতে একটি চুরি করা ছাগল ও চুরি করা ভ্যান সহ তিনজন চোরকে আটক করে বোদা থানা পুলিশ। এলাকা বাসির মাধ্যমে জানা যায় তারা দীর্ঘদিন ধরে চোরাকার বাড়ীর সাথে জড়িত। বোদা থানর অফিসার ইন চার্জ মোঃমোজাম্মল হক এর নির্দেশ ক্রমে, এসআই মনজুরুল হক ও এসআই জাহাঙ্গীর আলম এর সহযোগিতায় উক্ত আসামিদের আটক করা তাদের কাজ হতে একটি চোরাই ভ্যান ও একটি চুরি করা ছাগল উদ্ধার করা হয়।
বোদা পাঁচপীর ইউনিয়ন পরিষদ এলাকা হতে চোরাই একটি চার্জার ভ্যান, যার মূল্য অনুমান ৩০,০০০/- টাকা সহ চোর আসামি ১। মোঃ আল আমিন(২১), পিতা-মোঃ আইবুল ইসলাম, সাং-কায়েতপাড়া, থানা ও জেলা-পঞ্চগড়, ২। মোঃ মোস্তাফিজুর রহমান(২০), পিতা-জহুর আলী, সাং-বসুনিয়াপাড়া, থানা ও জেলা-পঞ্চগড়, ৩। মোঃ বিপ্লব ইসলাম(২০), পিতা-আব্দুল জলিল, সাং-মনোর দিঘী, থানা ও জেলা পঞ্চগড়গনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে চার্জার ভ্যানের মালিকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং- ০৩, তারিখ: ০৩/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
অপর একটি ঘটনায় বোদা থানার এসআই/মঞ্জুরুল ইসলাম এর নের্তৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ০৩/০১/২০২৪ খ্রিঃ বিকেল ০৩.০০ ঘটিকার সময় ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ এলাকা হতে চোরাই একটি কালো রংয়ের খাসি ছাগল, যার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত একটি অটো ইজি বাইক, মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা সহ চোর আসামি ১। মোঃ রবিউল ইসলাম(২২), পিতা-মোঃ নাজমুল হক, সাং-দক্ষিন রাজনগর(নতুন বস্তি), ২। মোঃ সাহাজউদ্দিন(২০), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং-ঝাড়পুকুরী, থানা ও জেলা-পঞ্চগড়দ্বয় গ্রেফতার করা হয়। পরবর্তীতে ছাগলের মালিকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং- ০৪, তারিখ: ০৪/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদক, জুয়া, চুরির বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।