ঢাকাWednesday , 9 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছায় নারীকে কুপিয়ে হত্যা। 

দেশ চ্যানেল
April 9, 2025 12:54 pm
Link Copied!

যশোর জেলা প্রতিনিধি।

যশোরের চৌগাছা উপজেলার মশ্যমপুর (ঢেকিপোতা) গ্রামে রিক্তা (৪০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রিক্তার বাড়ি উপজেলার ৫ নম্বর মশ্যমপুর (ঢেকিপোতা) গ্রামে। তিনি রোকন ওরফে রাকিবের দ্বিতীয় স্ত্রী। জানা যায়, প্রায় ছয় মাস আগে রিক্তা ও রোকনের বিয়ে হয়। একই বাড়িতে রোকনের প্রথম স্ত্রী বিলকিসসহ একসঙ্গে বসবাস করতেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রোকনের প্রথম স্ত্রী বিলকিস বাজারে মাংস কিনতে যান এবং স্বামী রোকন মাঠে কাজ করছিলেন বলে জানান। এই সময়ের মধ্যে কোনো এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রিক্তাকে ঘাড়ে কুপিয়ে হত্যা করে।

এলাকাবাসীর ধারণা, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ কিংবা সম্পত্তি লেনদেনের বিষয় থাকতে পারে। উল্লেখ্য, নিহতের ঘর থেকে নির্মাণ কাজের জন্য রাখা ২ থেকে ২.৫ লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী রোকন পলাতক রয়েছেন। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে যে, এ হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST