শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে মাটিপুকুরিয়া গ্রামবাসির অভিযোগ,
মাটিপুকুরিয়া গ্রামের জামায়েতের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, আর কতকাল আমরা এভাবে অবহেলিত থাকবো। জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের এলাকার রাস্তা গুলা কোনো উন্নয়নের ছৌয়া পাইনি। একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টদায়ক হয়ে পড়ে।
ডিজিটাল বাংলাদেশে এ যেনও আদিযুগে এসে বসবাস করতেছি আমরা। এলাকার পক্ষ থেকে জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে আমাদের দাবী একটাই, আমাদের এই রাস্তাটি যেন অতিশীঘ্রই করে দেন।
স্থানীয় এক আম ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, আমরা আমের গাড়ি নিয়ে অনেক কষ্ট করি। রাস্তায় কাঁদার কারণে গাড়ি চলাচল কষ্ট হয় যার কারণে আমাদের কেয়ারিং খরচ বেশি হয়।
৫আগস্টের পর উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব তৌহিদুল ইসলাম। উনার সাথে রাস্তার বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।