মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড লস্করপুর গ্রামে জমিতে বিষ প্রয়োগ করে ১৭ হাঁস হত্যার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল(১১সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সবুজ সরদার (৫০) পূর্ব শত্রুতার জের ধরে তার পতিত জমিতে বিষ প্রয়োগ করে রাখেন। সোমবার ওই জমিতে হাঁস চড়াতে গেলে বিষ খেয়ে একই গ্রামের কৃষক বাবুল বেপারি (৫৫) ও মোঃ মাসুদ দেওয়ান (৩৫) নামের ২ কৃষকের ১৭ টি হাঁসের মৃত্যু হয়।
এ ঘটনার বাবুল বেপারির স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের ১৭ টি হাঁস হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আমরা মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা এর সৃষ্ট বিচার বলে তিনি দাবি করেন।
এদিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।