মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া ২৮১ নং পিলার এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্ততি নিলে বিজিবি সদস্যরা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনা পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিজিবি ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়া মেইন ২৮১ নং পিলারের সাব পিলার নং ৩৭ ও ৩৮ ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভিতরে কাঁটাতারের বেড়া ফেলে ভারতীয় বিএসএফরা। এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্ততি নেওয়া কালীন সময়ে বাধা প্রদান করেন। এরপর থেকে ওই এলাকায় বিজিবির উপস্থিতি সার্বিকভাবে জোরদার করেছে।
আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর) সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতংকের কাজ করছে।
ভিডিও বক্তব্য না দিলেও হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিএসএফ ২৮১ নং পিলার এলাকায় জঙ্গল পরিস্কার করে কাউকে কিছু না জানিয়ে তারকাটার বেড়া দেওয়ার চেস্টা করলে আমরা বিজিবি সদস্যরা বাধা দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।