মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনি প্রচার প্রচারণা। পাড়া, মহল্লা, হাট বাজারে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন সমর্থকরাও।
জয়পুরহাট-২ আসনের সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের পক্ষে ভোট চেয়ে আক্কেলপুরের তিলকপুর এলাকায় মিছিল ও গণসংযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন, ভাটকুড়ি হাফেজিয়া ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মন্ডল, তিলকপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেহেদী হাসান দিপু, যুগ্ন আহবায়ক নাছিম মন্ডল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন সহ অনেক কর্মি সমর্ধক।