মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের সেবা মূলক সংগঠন জাগরণ এর আয়োজনে গোলাম রাশেদ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ভাদসা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মোট ৮ টি দলের অংশো গ্রহণে শুক্রবার খেলা শুরু হয়ে শনিবার সন্ধ্যায় শেষ হয়।
ফাইনালে দিনাজপুর জেলার ঘোড়াঘাটের সতেন ফুটবল একাডেমি বনাম,জয়পুরহাট বটতলীর সুজন একাদশ বটতলীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ে উভয় দলই গোল না দেওয়ায় ট্রাইবেকারে সতেন ফুটবল একাডেমি ৪ -১ গোলে চ্যামপিয়ন এবং রার্নাস আপ হয় সুজন একাদশ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন, জাগরণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গোলাম রাশেদ, সভাপতিত্ব করেন জাগরণ প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব ফারুক আজম।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিঃ এমদাদুল হক,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগরণের উপদেষ্টামন্ডলীর মামুনুর রশীদ সুপ্ত, আলেক সাকিদার মিন্টু,আবু দাউদ, আকরাম হোসেন।
সঞ্চালক করেন মোশাররফ হোসেন আতিক।