মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার কামারপাড়া এলাকা থেকে ১ হাজার ৬৭ লিটার বাংলা মদসহ সুখন কর্মকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।
আটককৃত সুখন কর্মকার একই এলাকার মৃত হরিদাস কর্মকারের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, সুখন কর্মকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৬৭ লিটার বাংলা মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।