ঢাকাFriday , 28 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মিছিল।

দেশ চ্যানেল
February 28, 2025 1:22 pm
Link Copied!

মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজানের সম্মান রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যার ফলে গরিব ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে। রমজান মাসে যেন দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, সে বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

একইসঙ্গে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। এছাড়া অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবিও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST