মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে বিজয় দিবস উদযাপিত হচ্ছে।ভোরে সূর্যোদয়ের সাথে সাথে
২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর ডাঃ আবুল কাসেম ময়দান কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তব ও শ্রদ্ধাঞ্জলী অর্পনণ করা হয়।
পরে জেলা স্টেডিয়াম জাতীয় পতাকা উত্তলন মার্চ পাস্ট ও কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়।
এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ সরকারি – বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নানা শ্রেনী পেশার মানুষ।