ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • জয়পুরহাটে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠিত

    দেশ চ্যানেল
    January 1, 2024 10:29 am
    Link Copied!

    মোঃশিমুল হোসেন
    জয়পুরহাট প্রতিনিধিঃ-

    সারাদেশের মত জয়পুরহাটে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকালে জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী। এসম উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক।

    অপরদিকে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠিত হয়।
    স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।

    এদিকে জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে। মাদ্রাসার পরিচালক মাশরেকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পাপিয়া বারিক প্রমুখ।

    সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে সদর উপজেলার ৬০ টি স্কুলে ২০ হাজার ৩৭২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৯১ হাজার বই বিতরণ করা হয়েছে। ৩৮ টি মাদ্রাসার ৫ হাজার ৯৪৭ জন শিক্ষার্থীর মাঝে দাখিল পর্যায়ে ৭৮ হাজার ৯০০ জন এবং ইবতেদায়ী পর্যায়ে ৭১ হাজার ৯০০ বই বিতরণ করা হয়েছে।

    এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জয়পুরহাটে ৩ লাখ ৮৭ হাজার নতুন বই বিনা মূল্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। জেলার ৬০২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি নতুন বই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST