মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি
সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, মন্দিরের মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি ও ভীতি সঞ্চারের দ্রুত বিচার, ক্ষতিপূরণ এবং নৈরাজ্যের অবসান চেয়ে জয়পুরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাচুর মোর থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট নিপেন্দ্রনাথ বলেন, হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা তো এ দেশেই জন্মেছি, স্বাধীনভাবে চলতে চাই। ক্ষমতায় যেই আসুক আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।
এ সময় ‘জাগো জাগো হিন্দু জাগো’ ‘হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। এ ছাড়া প্রশ্ন করা হয়, কোনো সরকারের পতন ঘটলেই বা নতুন কোনো সরকার ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের ওপর কেন সহিংসতা চালানো হয়? সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান বক্তারা।