মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
প্রচন্ড এই শীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে জয়পুরহাটে ৮ হাজার দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) আবুল কাশেম ময়দান এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ আরও অনেকই।
এসময় পৌরসভার ৮ হাজার দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রচন্ড এই শীতে এসব শীতবস্ত্র পেয়ে খুশি গরীব অসহায় ও শীতার্ত মানুষেরা।