তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের চুরি যাওয়া মালামালসহ চোর চক্রের মূল হোতা মোঃ লিটন ইসলাম(২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লিটন উপজেলার দুন্দীবাড়ি (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত সহিবার রহমানের ছেলে।
শুক্রবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম।
পুলিশ একটি সুত্রে জানায়, গত ২২ আগস্ট রাতে খাদ্য নিয়ন্ত্রক অফিসের তালা ভেঙ্গে চোরেরা দুইটি মনিটর ও দুইটি কম্পিউটার পিসি চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা বাদী হয়ে এজাহার দায়ের করলে জলঢাকা থানা তা উদ্ধারে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূল হোতা সহ চোরাই মালামাল উদ্ধার করা হয়।’
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, ‘মামলা রুজুর পরই এসপি স্যারের দিকনির্দেশনা ও পরামর্শ অনুযায়ী তথ্যপ্রযুক্তির সাহায্যে চোরাই যাওয়া মালামাল উদ্ধারসহ চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই।
তার সাথে জড়িত অন্যান্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।