সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে তজুমদ্দিন উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলা বন বিভাগ অফিসের সামনে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
সেখানে উপস্থিত ছিলেন বন বিভাগের শশীগঞ্জ বীট অফিসার মোজাম্মেল হক, তজুমদ্দিন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক পরিমল চন্দ্র দাস, তজুমদ্দিন উপজেলা বন বিভাগের বিভিন্ন কর্মচারী ও চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়,ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে উপস্থিতদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।শশীগঞ্জ বীট অফিসার মোজাম্মেল হক জানান তজুমদ্দিনে মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে। আজ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে দশজন করে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষাথীকে মাঝে কিছুদিনের মধ্যেই গাছের চারা বিতরণ করা হবে।