রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই ( শনিবার ) বিকেল ৪ ঘটিকায় সাহেবের আলগা স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করবেন মোজাফফর চেয়ারম্যান সাহেবের আলগা ইউনিয়ন বিএনপির আহবায়ক।
প্রধন অথিতিঃ হিসেবে উপস্থিত ছিলেন, তাসভীর উল ইসলাম সাবেক সভাপতি জেলা বিএনপি কুড়িগ্রাম, বিশেষ অতিথি হায়দার আলী মিয়া । কর্মী সমাবেশে বক্তারা বক্তব্যে বলেন, ৫ই আগষ্টের পর থেকে অনান্য দলগুলো আমাদের পিছু হটার জন্য বদনাম করেই যাচ্ছে তার মধ্যে এন,সি পি, ইসলামী আন্দোলন, জামাত এঁরা যেন মসজিদের ভিতরে কোন প্রকার মিটিং না করতে পারে সে দিকে লক্ষ রাখতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, এ্যাডঃ নুরুজ্জামান সদস্য আহবায়ক কমিটি উলিপুর উপজেলা, তৌফিকুর রহমান ( লাভলু) আহবায়ক যুবদল উলিপুর , মাহবুবুল হাসান (বিপুল) আহবায়ক ছাত্র দল উলিপুর, এম এ সাত্তার আহবায়ক চরশৌলমারী ইউনিয়ন বিএনপি, নুরনবী প্রামানিক যুগ্ম আহবায়ক সাহেবের আলগা ইউনিয়ন বিএনপি, এম. এইচ. আর. হাবিব , বিদ্যুৎ মিয়া, আব্দুল হালিম সরকার যুগ্ম আহবায়ক সাহেবের আলগা ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মকবুল মন্ডল আহবায়ক যুবদল সাহেবের আলগা ইউনিয়ন।