মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ও তার আগের দিন দেশব্যাপী হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।৪ঠা জানুয়ারী(বৃহস্পতিবার) বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই ঘোষণা দেন।নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।এর আগে এক ব্রিফিংয়ে তিনি জানান-আগামী ৫ই জানুয়ারী(শুক্রবার)ঢাকাসহ সারা দেশে গণসংযোগ এবং মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।উল্লেখ্যঃতত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছে বিএনপি ও সমমনা দলগুলো।