বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
বাংলা অন্যতম জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের প্রয়াণ দিবস আজ দিবসটি উপলক্ষে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সহ রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গগণ শোকাবহ রিদয়ে বিবৃতি দিয়ে বলেছেন
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২র ভাষা আন্দোলন এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার্থে সকল অপশক্তি ধুম্রজাল ভেদ করে বাঙালিকে অদম্য সাহস নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস সঞ্চার করেছিলেন বাংলাদেশের অন্যতম জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক।
আর এই অবিসংবাদিত মহান নেতা ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি দেশের গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের শেষদিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। রাজনীতি, সমাজ, শিক্ষা, কৃষিসহ দেশের সামগ্রিক অগ্রগতিতে প্রভূত অবদান রাখেন শেরেবাংলা এ কে ফজলুল হক
তাছাড়া তিনি ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে বাংলার শোষিত ও নির্যাতিত কৃষককুলকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। তিনি বঙ্গীয় চাকরি নিয়োগবিধি, প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন, দোকান কর্মচারী আইন প্রণয়ন করেন, যা এ অঞ্চলের অবহেলিত কৃষক-শ্রমিকের ভাগ্যোন্নয়নে যুগান্তকারী অবদান রেখেছে। আমাদের জাতীয় ইতিহাসে শেরেবাংলা ফজলুল হক ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকবোধ সৃষ্টিতে তার অসামান্য অবদানের কথা এ দেশের মানুষের মন থেকে কোনোদিনই বিস্মৃত হবে না। তার অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই মহান নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে খুলনার সকল রাজনৈতিক অরাজনৈতিক কবি শিল্পী বাউল সংগঠন এবং প্রশাসন মহলের সকল কর্মকর্তাগণ।