রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা ০২ জাতীয় পার্টির পক্ষে মোঃ মুরাদ হোসেন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় মাগুরার শালিখা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান আড়পাড়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন স্তরের মানুষ।
আজ সোমবার (২৭শে নভেম্বর ২৩ইং) সন্ধ্যায় জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা হওয়ার পর আড়পাড়া বাজার শালিখা রোডে জাতীয় পার্টি জিন্দাবাদ,জি এম কাদের জিন্দাবাদ, স্লোগানে মুখরিত সবাই, আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন শালিখা উপজেলার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস বিশ্বাস। উপস্থিত ছিলেন শালিখা উপজেলার যুগ্মসাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান, জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ জাহিদ হাসান,জাতীয় যুবসংহতির যুগ্মসাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজ সহ
উপজেলার অন্নান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলটি ২৮৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
মনোয়নয়ন সংগ্রহ করা প্রার্থীদের বাছাই শেষে আজ সোমবার সন্ধ্যায় এ তালিকা ঘোষণা করা হয়।
এদিন সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।