ঢাকাSaturday , 15 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

দেশ চ্যানেল
March 15, 2025 9:00 am
Link Copied!

খুলনা বিশেষ প্রতিনিধি

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) সকালে নগরীর ২ নম্বর কাস্টমঘাট আমিরাবানু বেগম নগর মাতৃসদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। অনেক সময় শিশুদের শরীরে ভিটামিন ‘এ’ এর ঘাটতি থাকে, এই ঘাটতি পূরণের জন্য এ ক্যাম্পেইনের আয়োজন। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সকলে মিলে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করা আমাদের দায়িত্ব। এ ক্যাম্পেইনে কোন শিশু যাতে বাদ না পড়ে তার জন্য সকলকে দৃষ্টি রাখতে হবে।

ক্যাম্পেইন শতভাগ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কচুশাক-সহ সবুজ শাকসবজির মধ্যেও ভিটামিন ‘এ’ পাওয়া যায়। এসময় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণ, ভিটামিন ‘এ’ এর গুরুত্ব এবং সুষম খাবারের বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করতে টিকাদানকর্মীদের অনুরোধ জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ অপর্ণা বিশ^াস ও কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম বক্তৃতা করেন। এসময় কেসিসির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ দোলেনা খাতুন, ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। কেসিসির স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের ক্যাম্পেইনে খুলনা সিটি কর্পোরেশের ৩১টি ওয়ার্ডে এক লাখ ২২ হাজার চারশত ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ২০ জন। সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীর ৭১০টি কেন্দ্রে এক হাজার চারশত ২০জন ভলেন্টিয়ার শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর ক্যাম্পেইনে দায়িত্ব পালন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST