মোঃকামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি
বাঙ্গালী জাতির ইতিহাসে এক কলংকময় অধ্যায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এইদিনের ভয়ানক কালোরাত্রীতে একাত্তরের বিরোধী শক্তিরা বিশ্বের অবিংসবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের বেশ কয়েকজনকে বুলেটের আঘাতে নৃশংসভাবে হত্যা করেছিল। দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ভোর ৬ টায় কালো পতাকা ও জাতীয়,দলীয় পতাকা অর্ধনির্মিতকরন, বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুন কুমার সাহা,তাবিবুর রহমান সুরুজ, এস এম রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান সাজু, শামচুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল,শফিউল আলম ও রায়হান রহমতুল্ল্যাহ রিমু, শহর আওয়ামীলীগের সভাপতি শওকত আলীসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা,শহর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।