মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফারুক আহমেদ । ২৯ শে নভেম্বর শুক্রবার সকালে স্থানীয় জামায়াত অফিসে তাকে শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর।
উপজেলার প্রায় ৭০০ পুরুষ ও নারী রুকনদের গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ভোটে তিনি চতুর্থ বারের মতো উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আমীর আজম মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও.আব্দুল ইাই, সহকারী সেক্রেটারি মাও.তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী সগীর আহম্মেদ, জেলা নির্বাচন টিম সদস্য মতিয়ার রহমান,ফারুক আহমেদ মহেশপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত সুলতান আহমেদের ছেলে। শিক্ষা জীবনে তিনি মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি, কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। এরপর রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স পাশ করেন। সাংগঠনিক জীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালিগন্জ উপজেলার সভাপতি এবং কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ছাএশিবিরের পক্ষ থেকে নির্বাচিত ভিপি ও জিএস ছিলেন।
কর্ম জীবনে তিনি নাটিমা ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক হিসাবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক মেয়ে বিবাহিত। তার বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।