মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের আড়াই হাজারে পূর্বের বিভিন্ন নাশকতা মামলায় অভিযুক্ত থাকায় উপজেলা জামায়াতের সভাপতি এবং সাধারন সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার(৪ঠা জানুয়ারী)সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা জামায়াতের সভাপতি মোতাহার হোসেন ভূঁইয়া(৪২),সাধারণ সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম(৪২),জামায়াত কর্মী মাওলানা রাসেল মাহমুদ(৩৪) ও নুরুল আমিন(৩২)।এদের মধ্যে মোতাহার হোসেন ভূঁইয়া উপজেলার কল্যান্দী,হাদিউল ইসলাম শিবপুর,রাসেল মাহমুদ দক্ষিণপাড়া এবং নুরুল আমি মাধবদীর নোয়াকান্দী এলাকার বাসিন্দা।এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রত্যাহিক কার্যক্রম অব্যাহত রেখেছি।এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে পূর্বের নাশকতা মামলা রয়েছে। আটককৃতদের দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।