হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট।।
বাগেরহাটের শরণখোলা থেকে যশোরের চাঞ্চল্যকর জামায়াত নেতা মোঃ আমিনুল ইসলাম সজল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি “স্বরন”(২৫)কে গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরন যশোরের কোতোয়ালী থানার খোলাডাঙ্গা গ্রামের- টোকনের ছেলে। হত্যাকান্ডের স্বীকারআমিনুল ইসলাম সজল (৪৩) যশোরের কোতয়ালী থানার খোলাডাঙ্গা (মুন্সিপাড়া) গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ও স্থনীয় জামায়াত রাজনীতির সাথে জড়িত ছিল ।প্রসঙ্গত, গত ৪নভেম্বর সন্ধ্যার দিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন খোলাডাঙ্গা গ্রামস্থ সার-গোডাউন গাজীর বাজারে নিজ দোকানে বেচা-কেনা করে এশার নামাজের উদ্দেশ্যে বের হয়ে সজলের গতিরোধ করে কিছু দুষ্কৃতিকারী অতর্কিতভাবে হামলা করে তার হাতে, বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত
করে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পলিয়ে যায়। মাদক ব্যবসায় বিরোধীতা করার কারণে দীর্ঘদিন ধরে সজলের সাথে আসামিদের বিরোধ চলছিল বলেও জানায় র্যাব। পরবর্তীতে স্থানীয় লোকজন মুমুর্ষ আমিনুল ইসলাম সজলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় সজলের ভাই বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় একটিহত্যা মামলা দায়ের করেন।বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যকান্ডের রহস্য উদঘাটন সহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ৮ (নভেম্বর) বিকেলে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং সদর কোম্পানির একটি
যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার শরণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম আসামি স্বরন (২৫)কে গ্রেফতার করে। এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য
আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহ আছে।পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় উল্লেখ করা হয়।