সুলাইমান পোদ্দার তজুমদ্দিন।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা ভোটারদের মন জয় করতে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। নির্বাচনী উত্তাপ বাড়ার সাথে সাথে প্রচার-প্রচারণাও জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি জেনারেল ও ভোলা-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ নিজামুল হক নাঈমকে সমর্থন জানিয়ে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আনন্দবাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ নিজামুল হক নাঈম। তিনি বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের আদর্শ দেশ। দুর্নীতি, চাঁদাবাজি ও প্রশাসনিক হয়রানিমুক্ত সুন্দর সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। জেলেদের জীবন-জীবিকা সুরক্ষার জন্য সুদমুক্ত ঋণ এবং মৎস্যসম্পদ আহরণের ক্ষেত্রে সরকারি সহযোগিতা বাড়ানো হবে।”
তিনি আরও বলেন, “দেশের গুরুত্বপূর্ণ উৎপাদন শক্তি কৃষকদের অধিকার নিশ্চিত করে তাদের ন্যায্য মূল্য প্রদান করা হবে। গ্রামের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির পথ উন্মুক্ত করাই আমাদের অঙ্গীকার। জনগণের আস্থা ও ভালোবাসা পেলে উন্নয়নের ছোঁয়া গ্রামে-গঞ্জে পৌঁছে যাবে।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব। তিনি বলেন, “ভোলা-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের মৌলিক অধিকার ও উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। নাঈম সাহেব সেই যোগ্য নেতৃত্বের প্রতীক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁচড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ নোমান। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে নাঈম সাহেব এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন। আমরা সকল নেতাকর্মী জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দসহ ইউনিয়নের অসংখ্য সাধারণ ভোটার পথসভায় অংশগ্রহণ করেন। তারা বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে একটি সৎ, নিষ্ঠাবান ও জনগণের অধিকার রক্ষাকারী নেতৃত্ব প্রয়োজন।
সমাপ্ত পথসভায় এলাকাবাসীর প্রতি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয় এবং দলীয় নেতাকর্মীদের আরও গতিশীল প্রচারণায় মাঠে থাকার নির্দেশনা প্রদান করা হয়।
আগামী নির্বাচনকে ঘিরে পথসভা, গণসংযোগ ও ভোটারদের মতবিনিময় কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।

