মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ জামালপুর-৩ আসন থেকে ৭ম বারের মত নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষাবন্ধু মির্জা আজম এমপি। রোববার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের চুড়ান্ত তালিকায় ৭ম বারের নৌকার মাঝি (মেলান্দহ-মাদারগঞ্জ) থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা মির্জা আজম এমপি মনোনীত হওয়ায় মাদারগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল করা হয়। মিছিল শেষে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল, সহ সভাপতি অরুণ কুমার সাহা ও মোস্তাফিজুর রহমান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল,সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল ও মাসুদুর রহমান মাসুদ, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মির্জা গোলাম মওলা সোহেল সহ উপজেলা, শহর,ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।