যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি) :-
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার
রামগড় থানার জি আর (সাজা) পরোয়ানা মূলে ০১জন পলাতক আসামিকে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
পার্বত্য জেলার বিজ্ঞ আদালত, উর্ধতন কতৃপক্ষ মহোদয়ের, জেলা পুলিশ সুপার দিক নির্দেশনায় এবং রামগড় অতিরিক্ত পুলিশ সুপার ও রামগড় থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রামগড় থানার কর্মরত এএস আই মোহাম্মদ সামছুল আমিন ও এএস আই মোহাম্মদ খলিলুর রহমানের সঙ্গীয় ফোর্সসহ সাজা প্রাপ্ত পলাতক আসামি মো: রফিকুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করা হয়। তিনি রামগড় উপজেলা পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়া নামক স্থানে বাসিন্দা।
আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২:৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা /থানায় বিশেষ অভিযান পরিচালনায় জি আর ৪৯৬/২০১৮ রামগড়, ২৮/১১/২০১৮তারিখে থানার মামলা নং ০৫ ধারা ১৯৯০সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)টেবিল (৯)ক সংক্রান্ত ০১বছর ০৩মাসের সশ্রম কারাদণ্ড ৩০০০/(তিন হাজার) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের দন্ডিত সাজা প্রাপ্ত ও পলাতক আসামি মো: রফিকুল ইসলাম (৩৩)কে চট্টগ্রাম জেলা হাটহাজারী থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে। পরে আসামিকে আইনের যথার্থ নিয়মে ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে রামগড় থানার পুলিশ।