হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
শিক্ষক আপনি, জ্ঞানের স্রোত বয়ে আনা নদী,
আপনার প্রতিটি বাক্য যেন প্রবাহিত করে আমাদের
জীবনের নতুন এক দিগন্তের দিকে।
আপনার চোখের দৃষ্টি,
আমাদের শক্তির প্রতিচ্ছবি,
আপনার হাতে ধরা কলম,
লিখে দেয় আমাদের ভাগ্যের নতুন পৃষ্ঠা।
শিক্ষিকা আপনি, মমতার আলোকছটা,
আপনার কোমল কণ্ঠে ঝরে পড়া প্রতিটি শব্দ,
আমাদের হৃদয়ে জন্ম দেয় সাহস ও ভালোবাসা।
আপনার দেয়া শিক্ষা শুধু পাঠ্য নয়,
তা জীবনের প্রতিটি ধাপে
আমাদের পথের আলো হয়ে থাকে।
আপনাদের হাতে আমাদের জীবন,
আপনারা যে শৈল্পিক কারিগর,
আপনাদের শাসনেই লুকিয়ে থাকে
সফলতার সরল পথ।
আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা
শুধু কথায় নয়,
আপনাদের শেখানো পথে হেঁটে,
আমরা গড়ে তুলব এক নতুন পৃথিবী।
শিক্ষক-শিক্ষিকা, আপনারা যেমন মহান,
এই পৃথিবীতে কতজনই বা আছে?
আপনাদের চেষ্টায় আমরা পেয়েছি
এক জীবনের অমূল্য দীক্ষা।
আপনারা আমাদের স্বপ্ন দেখান,
আর সেই স্বপ্নের পথে হাঁটতে
আপনাদের হাত ধরে আমরা চলি।
আপনাদের প্রতিটি ক্লাস,
যেন জীবনের এক নতুন অধ্যায়,
আপনাদের দেয়া প্রতিটি উপদেশ,
আমাদের পথের পাথেয় হয়ে যায়।
আপনাদের মুখে যে হাসি দেখি,
তা আমাদের মনকে আরও শক্তিশালী করে।
আপনাদের সাথে থাকা প্রতিটি মুহূর্ত,
আমাদের হৃদয়ে এক অবিস্মরণীয় স্মৃতি।
আপনাদের এই আত্মত্যাগ,
আপনাদের এই নিঃস্বার্থতা,
আমাদের কাছে চিরকাল স্মরণীয়।
আপনারা শুধু শিক্ষক নন,
আপনারা আমাদের জীবনের প্রেরণা,
আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                