আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে পতিত আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দারা যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান।
অদ্য ১৭ জুলাই বৃহস্পতিবার, সিএনবি বাস স্ট্যান্ড গোল চত্বরে বিকেল ৫:৩০ ঘটিকায় এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করার প্রতিবাদে বেড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আবু দাউদ, উপজেলা সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুজর গিফারী, মাওলানা আবু হানিফ, মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি আবরার ফাহাদ সুমন, পৌর আমীর মাওলানা মুকাদ্দেছুর রহমান, পৌর সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল স্তরের জনশক্তি অংশগ্রহণ করেন।